(+88 02) 9141734
youthconf18@bdplatform4sdgs.net
রাষ্ট্র যেখানে এগিয়ে যেতে পারেনি, সেখানে তরুণরা ঝাঁপিয়ে পরেছে তাদের সীমিত সামর্থ্য অথচ অসামান্য মনোবল নিয়ে। তারুণ্য এখানে সৃষ্টিশীল। তারা ব্যবহার করেছে উন্নত প্রযুক্তি, সমন্বয় করছে নানা ধারনার, খুঁজে বের করছে অর্থ যোগানের নানা কৌশল।
KEEP READINGবদলে যাওয়া পৃথিবীতে রাজনীতি বিভিন্ন কারণে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, কোথাও কোথাও জনবিধ্বংসী। তাই আজ সম্মিলিত নাগরিকের ভূমিকা যে কোন সময়ের চাইতে বেশি যে কোন সামাজিক পরিবর্তনে। দেশেদেশে নাগরিক সম্মিলিত হচ্ছে নাগরিকের অধিকার রক্ষা এবং দেশ গড়ায়। বাংলাদেশও পিছিয়ে নেই। অগাস্টে ঘটে যাওয়া নবীনদের নিরাপদ সড়ক আন্দোলন ছিল এরকমই একটি নাগরিক উদ্যোগ, যে উদ্যোগটি সন্দেহাতীত ভাবে বাংলাদেশী যুবসম্প্রদায়ের শক্তি, সামর্থ্য ও শুভ বুদ্ধির স্মারক।
KEEP READING