Short Film

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার নিয়মাবলী


 

বিষয়ঃ

  • উগ্রবাদের বিরুদ্ধে যুবশক্তি (উৎস, প্রকাশ ও প্রতিষেধক)
  • প্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগে যুবসমাজ
  • মাদকের বিরুদ্ধে যুবসমাজ  (উৎস, প্রকাশ ও প্রতিষেধক)


কারিগরি নির্দেশনাঃ   

ফরম্যাটঃ AVI, MP4

রেজুলেশ্যেনঃ ন্যূনতম 720p

সাইজঃ ২GB

ফর্মঃ মূলত ভিডিও তবে এনিমেশন ও ইনফগ্রাফিক্স ব্যবহার করা যেতে পারে।


আঙ্গিকঃ
ফিকশন এবং ডকুড্রামা

দৈর্ঘ্যঃ ৩ মিনিট (ক্রেডিট লাইন সহ)

প্রতিযোগীর যোগ্যতাঃ  

বয়সঃ ১৮ থেকে ৩৫ বয়সের তরুণ তরুণী

নাগরিকত্বঃ বাংলাদেশী

 

একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি  চলচ্চিত্র পাঠাতে পারবেন। চলচ্চিত্রটি কোন বিষয়ে তার উল্লেখ থাকতে হবে।

 

আনুষঙ্গিক তথ্য (চলচ্চিত্রের সাথে পাঠাতে হবে)

  • জাতীয় আইডি বা জন্মসনদের কপি
  • পেশা
  • শিক্ষাগত যোগ্যতা
  • ঠিকানা

চলচ্চিত্র পাঠানোর ঠিকানাঃ

১। www.wetransfer.com এর মাধ্যমে youthconf18@bdplatform4sdgs.net অথবা coordinator@bdplatform4sdgs.net –তে ডিজিটাল কপি পাঠাতে হবে।

২। পেন-ড্রাইভে চলচ্চিত্র জমা দেয়া যাবে সম্মেলনের সচিবালয়ে নিম্নোক্ত ঠিকানায়ঃ

সিপিডি

বাড়িঃ ৬/২ (৭ ও ৮ তলা) ব্লক এফ, কাজি নজরুল ইসলাম রোড, লালমাটিয়া হাউজিং এস্টেট, ঢাকা

 

চলচ্চিত্র জমা দেয়ার শেষ দিনঃ ৩০ সেপ্টেম্বর ২০১৮