এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ আগামী ১৪ অক্টোবর ২০১৮-এ আয়োজন করতে যাচ্ছে “যুব সম্মেলন ২০১৮: বাংলাদেশ ও এজেন্ডা ২০৩০ – তারুণ্যের প্রত্যাশা”। জাতীয় পর্যায়ে এই যুব সম্মেলন আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) সম্পর্কে যুব সমাজের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়ায় যুব সমাজের ভূমিকা সম্পর্কে জ্ঞান ও যোগাযোগ বৃদ্ধি করা।
বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংগঠন যুব সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ সকল কাজের একটি সামগ্রিক চিত্র পাওয়া গেলে যুব সমাজের উন্নয়নে বাস্তবায়নরত কার্যক্রমের মাঝে সমন্বয় সাধন সম্ভব হবে। এ লক্ষ্যে “যুব সম্মেলন ২০১৮” সামনে রেখে নাগরিক প্ল্যাটফর্ম ও অক্সফাম ইন বাংলাদেশ এই জরিপ সম্পাদন করছে। উল্লিখিত যুব সম্মেলনে এ জরিপে প্রদত্ত তথ্যের ওপর ভিত্তি করে একটি পর্যালোচনা উপস্থাপন করা হবে।
এই জরিপের উদ্দেশ্য হলো-
১) যুব সমাজের উন্নয়নে যে সকল সংগঠন কাজ করছে তাদের মাঝে পারস্পরিক সমন্বয় সাধন ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা;
২) যুবকদের সক্ষমতা বৃদ্ধি, নেতৃত্ব ও প্রতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি সম্পর্কে বেসরকারি প্রতিষ্ঠানের অবদান সম্পর্কে ধারণা অর্জন; এবং
৩) যুবকদের ক্ষমতায়ন ও সৃজনশীলতা বৃদ্ধির জন্য যুব সমাজের উন্নয়ন কার্যক্রমে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করা।
জরিপে অংশগ্রহণের নিয়মাবলী
১. একটি প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র একবারই জরিপটি সম্পন্ন করতে হবে।
২. জরিপে উত্তর প্রদানের ক্ষেত্রে বাংলা অথবা ইংরেজি যেকোনো একটি ভাষা ব্যবহার করা যাবে।
৩. জরিপটি আগামী ২৩ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত চলবে।
The Citizen’s Platform for SDGs, Bangladesh is going to organise the “Youth Conference 2018: Bangladesh and Agenda 2030 – Aspirations of the Youth” on 14 October 2018. The major objective of the Conference is improving awareness and knowledge among youth about the Sustainable Development Goals (SDGs) and identifying their role in SDG implementation process.
In Bangladesh, a number of private-sector and non-government organisations have been contributing to youth development. To strengthen coordination and improve cooperation among these organisations, it is deemed necessary to have a comprehensive database on the activities of these organisations.
In this connection, the Citizen’s Platform for SDGs, Bangladesh, in collaboration with the Oxfam in Bangladesh, is conducting this survey. An analysis, based on this survey, will be prepared and disseminated at the aforementioned Conference.
Objectives of the survey
Rules for the survey