Photography

আলোকচিত্র প্রতিযোগিতার নিয়মাবলী


 

বিষয়ঃ

  • উগ্রবাদের বিরুদ্ধে যুবশক্তি (উৎস, প্রকাশ ও প্রতিষেধক)
  • প্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগে যুবসমাজ
  • মাদকের বিরুদ্ধে যুবসমাজ  (উৎস, প্রকাশ ও প্রতিষেধক)


কারিগরি নির্দেশনাঃ 
 

ফরম্যাটঃ JPEG

রেজুলেশ্যেনঃ সর্বনিম্ন ৬৪০ x ২০০০ পিক্সল

সাইজঃ সর্বোচ্চ ২MB

ফর্মঃ রঙিন

মৌলিক সম্পাদনা করে টোন পরিবর্তন করা যাবে। কিন্তু সম্পাদনায় কোন ইল্যুশন সৃষ্টি এবং অন্যান্য এফেক্ট তৈরি করা যাবে না।

 

প্রতিযোগীর যোগ্যতাঃ    

বয়সঃ ১৮ থেকে ৩৫ বয়সের তরুণ তরুণী

নাগরিকত্বঃ বাংলাদেশী

 

একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি আলোকচিত্র পাঠাতে পারবেন। আলোকচিত্রটি কোন বিষয়ে তার উল্লেখ থাকতে হবে।

 

আনুষঙ্গিক তথ্য (আলোকচিত্রের সাথে পাঠাতে হবে):

  • জাতীয় আইডি বা জন্মসনদের কপি
  • পেশা
  • শিক্ষাগত যোগ্যতা
  • ঠিকানা

আলোকচিত্র পাঠানোর ঠিকানাঃ

১। www.wetransfer.com এর মাধ্যমে youthconf18@bdplatform4sdgs.net অথবা coordinator@bdplatform4sdgs.net  –তে ডিজিটাল কপি পাঠাতে হবে।

২। পেন-ড্রাইভে আলোকচিত্র জমা দেয়া যাবে সম্মেলনের সচিবালয়ে নিম্নোক্ত ঠিকানায়

সিপিডি

বাড়িঃ ৬/২ (৭ ও ৮ তলা) ব্লক এফ, কাজি নজরুল ইসলাম রোড, লালমাটিয়া হাউজিং এস্টেট, ঢাকা

 

আলোকচিত্র  জমা দেয়ার শেষ দিনঃ ৩০ সেপ্টেম্বর ২০১৮