Registration

সম্মেলনে অংশগ্রহণের নীতিমালা


বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা ২০৩০ অর্জন প্রক্রিয়ার সাথে যুব সমাজের তারুণ্য ও মেধার সমন্বয় ঘটানোর প্রয়াসে আগামী ১৪ অক্টোবর ২০১৮, রবিবার আয়োজন করা হচ্ছে “যুব সম্মেলন ২০১৮: বাংলাদেশ ও এজেন্ডা ২০৩০ – তারুণ্যের প্রত্যাশা“।

এ সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছেঃ (ক) গ্রাম ও শহর উভয় এলাকায় বসবাসরত যুবকদের মাঝে এসডিজি’র বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যের প্রাসঙ্গিকতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও জ্ঞান বৃদ্ধি; (খ) জাতীয় উন্নয়ন সম্পর্কে যুব সমাজের আকাংখা ও প্রত্যাশা তুলে ধরার জন্য জন্য একটি আলোচনার ক্ষেত্রে তৈরি করা; এবং, (গ) জাতীয় এবং স্থানীয় পর্যায়ে নীতিবিষয়ক বিতর্ক ও আলোচনায় যুব এজেন্ডাকে কার্যকরভাবে দৃঢ় করা।

দিনব্যাপী এই সম্মেলনে অংশগ্রহণ করবে দেশের সকল পরিসর থেকে আসা যুব প্রতিনিধিবৃন্দ এবং প্ল্যাটফর্মের সহযোগী প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগী ও অংশীজনবৃন্দ।

অংশগ্রহণের নীতিমালা

১. এই সম্মেলনে অংশগ্রহণ করবেন-

  • ১৮-৩৫ বছর বয়সসীমার বাংলাদেশী যুব প্রতিনিধি
  • প্ল্যাটফর্মের সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি
  • অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি
  • এসডিজি’র দায়িত্বে নিয়োজিত ও অন্যান্য সরকারি কর্মকর্তা
  • বিশিষ্ট ব্যক্তিবর্গ
  • সাংবাদিক
  • স্বেচ্ছাসেবক

২. এই সম্মেলনে অংশগহণের জন্য সকল ধরনের প্রতিনিধিকে সম্মেলনের আগেই অনলাইন নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর শুধুমাত্র অনুমোদিত ও আমন্ত্রিত প্রতিনিধিগণই সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন।

৩. আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মেলনে প্রবেশের সময় নিবন্ধন করতে পারবেন।

৪. প্ল্যাটফর্মের প্রতিটি সহযোগী প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৮ (আট) জন করে অংশগ্রহণ করতে পারবে। তাদের মধ্যে থেকে ৩ (তিন) জন প্রতিষ্ঠানের কর্মকর্তা; ১ (এক) জন স্টল তদারকির জন্য (যদি স্টল দিয়ে থাকেন); এবং বাকি ৪ (চার) জন সংগঠনের সাথে সম্পৃক্ত যুব সদস্য বা কর্মকর্তা – যাদের বয়সসীমা ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে।

৫. ঢাকা ও ঢাকার বাইরে অবস্থিত প্ল্যাটফর্মের সহযোগী ব্যতীত অন্য যেকোনো প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৪ (চার) জন করে সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন। তাদের মধ্যে থেকে ১ (এক) জন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ৩ (তিন) জন সংগঠনের সাথে সম্পৃক্ত যুব সদস্য বা কর্মকর্তা – যাদের বয়সসীমা ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনসম্পন্নকারীদের মধ্যে থেকে অনুমোদনসাপেক্ষে সর্বমোট ৬০০ জনকে এ সম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া সম্ভব হবে।

৬. স্টল পরিদর্শন সকলের জন্য উন্মুক্ত থাকবে।

৭. সম্মেলনে অংশগ্রহণের জন্য কোনো প্রকার ফি নেওয়া হবে না অথবা কোনো প্রকার ভাতাও প্রদান করা হবে না।

৮. নিবন্ধনের পর নিবন্ধনকারীর তথ্য যাচাই করা হবে। যাচাইকৃত তথ্যের ভিত্তিতে শুধুমাত্র অনুমোদিত ও ই-টিকিট প্রাপ্ত নিবন্ধনকারীগণ সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন।

 

নিবন্ধন করুন এখানেঃ https://bit.ly/2orTQLP

নিবন্ধনের শেষ তারিখঃ ৪ অক্টোবর ২০১৮