ভূমিকা
বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা ২০৩০ অর্জন প্রক্রিয়ার সাথে যুব সমাজের তারুণ্য ও মেধার সমন্বয় ঘটানোর প্রয়াসে আগামী ১৪ অক্টোবর ২০১৮, রবিবার আয়োজন করা হচ্ছে “যুব সম্মেলন ২০১৮: বাংলাদেশ ও এজেন্ডা ২০৩০ – তারুণ্যের প্রত্যাশা”। এ সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছেঃ (ক) গ্রাম ও শহর উভয় এলাকায় বসবাসরত যুবকদের মাঝে এসডিজি’র বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যের প্রাসঙ্গিকতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও জ্ঞান বৃদ্ধি; (খ) জাতীয় উন্নয়ন সম্পর্কে যুব সমাজের আকাংখা ও প্রত্যাশা তুলে ধরার জন্য জন্য একটি আলোচনার ক্ষেত্র তৈরি করা; এবং, (গ) জাতীয় এবং স্থানীয় পর্যায়ে নীতিবিষয়ক বিতর্ক ও আলোচনায় যুব এজেন্ডাকে কার্যকরভাবে দৃঢ় করা। দিনব্যাপী এই সম্মেলনে অংশগ্রহণ করবে দেশের সকল পরিসর থেকে আসা যুব প্রতিনিধিবৃন্দ এবং প্ল্যাটফর্মের সহযোগী প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগী ও অংশীজনবৃন্দ।
বিভিন্ন যুববিষয়াবলী নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা, যুব ঘোষণাপত্র পাঠ ও নানারকম বৈচিত্রপূর্ণ আয়োজনের পাশাপাশি এ সম্মেলনে এসডিজি বাস্তবায়ন ও দেশের উন্নয়নে যুব সমাজের ভূমিকা ও অবদান নিয়ে প্ল্যাটফর্মের সহযোগী প্রতিষ্ঠানদের অংশগ্রহণে একটি প্রদর্শনীর ব্যবস্থা থাকছে।
প্রদর্শনীর লক্ষ্য ও উদ্দেশ্য
এসডিজি বাস্তবায়ন ও দেশের উন্নয়নে যুব সমাজের ভূমিকা ও অবদান তুলে ধরাই এই প্রদর্শনীর মূল লক্ষ্য। যুব সমাজের উন্নয়নে ও এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়ায় তাদের সম্পৃক্তকরণে দেশের ব্যক্তিখাত, নাগরিক সমাজ ও বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানসমূহ কাজ করে যাচ্ছে। এ প্রদর্শনীর মাধ্যমে সম্মেলনের অংশগ্রহণকারীগণ এসকল কাজ সম্পর্কে অবহিত হবেন এবং তাদের করণীয় সম্পর্কে ধারণা লাভ করবেন।
প্রদর্শনী স্টল স্থাপনের নীতিমালা
১. শুধুমাত্র প্ল্যাটফর্মের সহযোগী প্রতিষ্ঠানসমূহ স্টল স্থাপন করতে পারবে।
২. স্টলগুলোতে শুধুমাত্র যুব সমাজের উন্নয়ন সম্পর্কিত ও এসডিজি বাস্তবায়নে তাদের সম্পৃক্ততা সংক্রান্ত কার্যক্রম প্রদর্শিত হবে।
৩. নিবন্ধিত সহযোগী প্রতিষ্ঠানসমূহ নিজ নিজ স্টলের সৌন্দর্য্যবর্ধন, ব্রান্ডিং-এর (ব্যানার/ফেস্টুন ইত্যাদি) ও তদারকির যাবতীয় দায়িত্ব পালন করবেন।
৪. একাধিক সহযোগী প্রতিষ্ঠান আগ্রহের ভিত্তিতে একই সাথে একই স্টলে অংশগ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে নিবন্ধন ফী সমানভাবে বিভাজিত হবে।
৬. একটি স্টলের আয়তন হবে – দৈর্ঘ্যঃ ৮ ফিট x প্রস্থঃ ৬ ফিট x উচ্চতাঃ ৮ ফিট। সেক্ষেত্রে সহযোগী প্রতিষ্ঠানসমূহের মাঝে সর্ব্বোচ্চ ৪০টি স্টল বরাদ্দ করা সম্ভব হবে। দ্রুততম সময়ে আবেদন ও নিবন্ধন সম্পন্নকারী সহযোগী প্রতিষ্ঠানসমূহের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে স্টল বরাদ্দ করা হবে।
৭. উল্লেখিত আয়তনের প্রতিটি স্টল বরাদ্দের জন্য নিবন্ধন ফী ৭৫০০/- (সাত হাজার পাঁচশত) টাকা।
৮. স্টল বরাদ্দ পেতে আগ্রহী সহযোগী প্রতিষ্ঠানসমূহকে ৫ অক্টোবর ২০১৮-এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আবেদন ও নিবন্ধনের জন্য যোগাযোগ- ০১৭১৩২৪৪৩৭৪; coordinator@bdplatform4sdgs.net